মেহেরপুরে ধান কেটে বাড়ি ফেরার সময় বজ্রপাতে রেজাউল হক(৪৮) নামের এক কৃষক মারাত্মক আহত হয়েছে।
আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কৃষক রেজাউল হক মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রামের মাঠ পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয়রা জানান, ধান কেটে বাড়ি ফেরার সময় দুপুরের দিকে আকাশে প্রচন্ড মেঘ ও বৃষ্টি হচ্ছিল। বিকট শব্দে বজ্রপাতে রেজাউল হকের শরীর ঝলসে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুরাইয়া আফরোজ জানান, বজ্রপাতে রেজাউল হকের শরীরে বিভিন্ন অংশ ঝলসে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
Leave a Reply