মেহেরপুরে পুলিশের ১২ ঘন্টার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১৩ জন আসামি গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত জিআর ও সিআর মামলার ৭ জন, মুজিবনগর থানা পুলিশের অভিযানে নিয়ািমত মামলার ২ ও আদালতের পরোয়ানাভূক্ত জিআর মামলার ৩ জন এবং গাংনী থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত জিআর মামলার ১ জন নারী আসামি রয়েছে।
গত রবিবার (০৩ সেপ্টেম্বর) দিবাগত রাতের বিভিন্ন সময়ে পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে সোমবার (০৪ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত ৩টি উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করে। সংশ্লিষ্ট থানা গুলো এই তথ্য নিশ্চিত করেন।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল ও গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক অভিযানে নেতৃত্ব দেন।
সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply