মেহেরপুরের গাংনীতে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার সময় গাংনী উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়ে হাসপাতাল বাজার ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা সভাক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দীকা সেতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক।
এসময় গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সু-প্রভা রানী,গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দিন শাওনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধানণন ও উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply