মেহেরপুরে জেলা পর্যায়ে ৫০ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় জাতীয় সংগীত এর মধ্যে দিয়ে জাতীয় পতাকা ও সমিতির পতাকা উত্তোলন করা হয়। বাদ্যের তালে তালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজে পরিদর্শন করেন জেলা প্রশাসক শামীম হাসান। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে শান্তির প্রতীক পায়রা আকাশের দিকে ওড়ানো হয়। ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দরা সেখানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন। পরে সেখানে দেশাত্মবোধক গানের তালে তালে শরীরচর্চার মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতায় মেহেরপুর জেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এই সময় সেখানে গ্রাম বাংলার ঐতিহ্য খেলা সহ বিভিন্ন খেলার প্রতিযোগিতায়।
Leave a Reply