1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মেহেরপুরে এসিল্যান্ডের বিরুদ্ধে নারীসহ ৪ জনকে নির্যাতনের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতে বসিয়ে জরিমানা - দৈনিক আমার সময়

মেহেরপুরে এসিল্যান্ডের বিরুদ্ধে নারীসহ ৪ জনকে নির্যাতনের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতে বসিয়ে জরিমানা

জাহিদ মাহমুদ,মেহেরপুর
    প্রকাশিত : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
মেহেরপুরের মুজিবনগরে সহকারি কমিশনার (ভূমি) নাজমুল সাদাত রত্ম  আদালতের নির্দেশ অমান্য করে অন্য এক জনকে জমি দখল করে দিয়েছে। এসময় এক নারীসহ চার জনকে পুলিশ দিয়ে নির্যাতন  করিয়েছে। নির্যাতন শেষে তাদের হাতে হ্যান্ডক্যাপ পরিয়ে উপজেলা পরিষদে নিয়ে এসে  ভ্রাম্যমান আদালতে সাজা দিয়েছেন।
এ ঘটনার  তদন্ত সহ  সহকারি কমিশনারের বিচার চেয়ে মেহেরপুর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছে  জমির মালিক  আজিমুদ্দিন ।
 সমবার(১১ সেপ্টেম্বর) সকালে  মেহেরপুর জেলাপ্রশাসক বরাবর লিখিত অভিযোগ জমা দেন তিনি ও তার পরিবার।
লিখিত অভিযোগে আজিমদ্দিন জানান,  মেহেরপুর মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের মাঝের পাড়ায় আজিমদ্দিন ও তার পরিবার বংশ পরমপর শত বছর ধরে  ২৫শতক জমিতে বসবাস করে আসেছে। জমিটি সঠিক সময়ে নাম খারিজ না করার কারণে খ তপসিলে অন্তর্ভুক্ত হয়।  যা নিয়ে  বিজ্ঞ আদালতে মামলা চলমান আছে।  এই সুযোগে মজিদ ও অপর ২ জন জমি দখলের চেষ্ট করে। আতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে রাস্তার জন্য মামলা করে তারা।
আঃ মজিদের দাবী যৌতিক না হওয়ায় আদালত মামলাটি গত ২৬ এপ্রিল খারিজ করে দেয় । কিন্তু হঠাৎ গত ৭ সেপ্টম্বর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুস সাদাত রত্ন পুলিশ সহ আজিমদিনের বাড়িতে গিয়ে পুলিশ দিয়ে তার পরিবারের উপরের নির্যাতন করে। এসময় পুলিশ বয়বৃদ্ধ ফাতেমা খাতুনের গায়েও হাতদেন, বাড়ির পুরুষ সদস্যদের মার ধর করে।
পরে হাতে হ্যান্ডক্যাপ পরিয়ে জোরপূবর্ক গাড়িতে তুলে উপজেলা পরিষদে নিয়ে গিয়ে তিন জনকে ভ্রাম্যমান আদালতে স্বপ্রণেধদিত হয়ে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ১৮৯ ধারায় ৪ হাজার টাকা জরিমানা করে। তবে নাজমুস সাদাতের দাবি তিনি সকল কাজ আইন সম্মতভাবে করেছেন।
গ্রামবাসীরা বলেন, এঘটনার প্রতিবাদ করতে বা দেখতে এসেছে তাদেরকেই পুলশ লাঠি দিয়ে পিটিয়েছে। এবং এলাকার সাধারণ মানুষকে তাড়িয়ে দিয়েছে।
মুজিবনগর সহকারি কমিশনার (ভূমি) বলেন, তিনি যা করেছে  আইন মেনেই করেছে।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস বলেন, এটা নিউজের বিষয় নয় , আনেক নিউজ আসে সেগুলো করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com