1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মেহেরপুরে আমন ধানের ক্ষেতে গোড়া পচা ও মাঝরা পোকার আক্রমণ - দৈনিক আমার সময়

মেহেরপুরে আমন ধানের ক্ষেতে গোড়া পচা ও মাঝরা পোকার আক্রমণ

জাহিদ মাহমুদ,মেহেরপুর
    প্রকাশিত : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
গোড়া পচা ও মাঝরা পোকার আক্রমণ দেখা দেওয়াই শঙ্কাই রয়েছেন মেহেরপুরের আমন চাষিরা। বালাইনাশক প্রয়োগ করেও পোকার আক্রমণ থেকে মিলছে না প্রতিকার। কৃষকদের অভিযোগ একাধিকবার কৃষি বিভাগ দপ্তরে তদবির করেও কোন কৃষি কর্মকর্তা পরামর্শ দেননি।
বৈরী আবহাওয়ার কারণে জমিতে প্রকার আক্রমণ হয়েছে বলছে কৃষি অফিস।
চলতি বছরে মেহেরপুরের ২৬ হাজার ৮৪০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। কিছু জমিতে ধানের শীষ চলে এসেছে , কিছু জমিতে ধানের শীষ আসবে । এ সময় ৬ হাজার হেক্টর জমিতে দেখা দিয়েছে গোড়া পচা রোগ ও মাজরা পোকার আক্রমণ। গোড়া পচা রোগে ধান গাছ মারা যাচ্ছে। মাজরা পোকায় ধানের ডগা কেটে দিচ্ছে। এসব গাছ বেচে থাকলেও শীষ বের হবেনা। ফলে এসব ধানগাছ থেকে কোনও ফলন আসবেনা । কৃষকরা দফায় দফায় বালাইনাশক ব্যবহার করে পোকা দমন করতে পারছেনা। যদি আমনের মাজরা পোকা ও গোড়া পচা রোগ দমন করা না যায় তাহলে আমন ধানের ফলন বিপর্যয়ে পড়বে কৃষকরা।
গাংনী উপজেলার দেবীপুরের ফারুক জানান, বিভিন্ন রকম বিষের ব্যাবহার করেও আমরা ধানক্ষেতের পোকা মারতে পারছিনা। আমরা নিরক্ষর মানুষ কি করতে হবে বুঝতে পারছিনা । আবার কৃষি অফিস থেকেও কোন পরামর্শ পাচ্ছিনা ।
মেহেরপুর রাইপুর গ্রামের হেলাল জানান, আমি দুই বিঘা জমিতে আমন ধান লাগিয়েছি। যেভাবে ধান মরতে শুরু করেছে গত বছের তুলনায় অর্ধেক ফলন আসবে কিনা সন্দেহ । মাঝরা পোকা ও গোড়া পচা রোগের এখন পর্ষন্ত প্রতিকারের কোন উপাই জানতে পরিনি।
মেহেনপুর কৃষি সম্প্রাসরণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার, শামসুল আলম বলেন, বৈরী আবহাওয়ার কারণে জমিতে প্রকার আক্রমণ বৃদ্ধি পাচ্ছে। জমিতে বাশের লাঠি ও গাছের ডাল পুতে রাখার পরামর্শ দিচ্ছি । যেন পাখিরা জমির পোকা খাওয়ার জন্য ঔসব ডালে বসতে পারে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com