মেহেরপুরে ৪ কোটি ১১ লাখ টাকা ব্যায়ে আঞ্চলিক পাসপোর্ট অফিসের নবনির্মিত ভবন ও দুটি বিআরটিসি পরিবহনের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার দুপুরে এর উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী-২ আসনের এমপি শাহিদুজ্জামান খোকন, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এর মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ার, মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক জাকির হোসেন, বিআরটিসি টুঙ্গিপাড়া ডিপো ম্যানেজার অপারেশন মোশারফ হোসেন সিদ্দিকী, বিআরটিসি বগুড়া ডিপো ম্যানেজার অপারেশন শাহিনুল ইসলামসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা ও স্থানীয়রা অংশগ্রহণ করেন। পরে দুইটি বিআরটিসি ১টি এসি ও ১টি ননএসি পরিবহনের উদ্বোধন করেন মন্ত্রী। মুজিবনগর থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ননএসি এবং মেহেরপুর থেকে রাজশাহী রোডে এসি বিআরটিসি পরিবহন যাতায়াত করবে।
Leave a Reply