1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মেডিকেলে কোটা: ১৯৩ জনের মধ্যে সনদ মিলেছে ৭৪ জনের, বাদ ১১৯ - দৈনিক আমার সময়

মেডিকেলে কোটা: ১৯৩ জনের মধ্যে সনদ মিলেছে ৭৪ জনের, বাদ ১১৯

আমার সময় ডেস্ক
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

মেডিকেল বা এমবিবিএস ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের মধ্যে ৭৪ জনের দরকারি একাডেমিক সনদ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর।

এছাড়া তালিকার ৪৪ জন যোগাযোগই করেনি। বাকি ৭৫ জন মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি হিসেবে আবেদন করেছিলেন।

সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর নাতি-নাতনিরা মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হতে পারবে না। গত ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি তাদের সনদ যাচাই-বাছাই করা হয়। ইতোমধ্যে নাতি-নাতনি হিসেবে আবেদনকারীরা ভুল স্বীকার করেছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতর জানিয়েছে, তাদের সাধারণ শিক্ষার্থী হিসেবে ভর্তির সুযোগ দেয়া হবে কীনা সেটি পরে জানানো হবে। এছাড়া প্রাথমিক যাচাইয়ে উৎরে যাওয়া ৭৪ জনের সনদ স্থানীয় প্রশাসন থেকেও যাচাই করা হবে।

প্রসঙ্গত, ২০২৪-২৫ এমবিবিএস শিক্ষাবর্ষের প্রকাশিত ফলাফলে ৫ হাজার ৩৮০ জন পরীক্ষার্থী নির্বাচিত হন। এর মধ্যে কোটায় নির্বাচিত ১৯৩ জনের ভর্তি সাময়িকভাবে স্থগিত করা হয়। পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বিদ্যমান বিধি অনুসারে শুধুমাত্র মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের জন্য প্রযোজ্য হবে, তাদের নাতি-নাতনি বা অন্য কারো জন্য প্রযোজ্য হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com