বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি এই শ্লোগান নিয়ে ময়মনসিংহের মুক্তাগাছায় চুরি, মাদক, যৌতুক, বাল্যবিবাহ ও মাদক বিরোধী বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের দিক-নির্দেশনায় মুক্তাগাছা এন.এন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে সন্ত্রাস, মাদক, বাল্য বিবাহ বিরোধী বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ, এন.এন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কুলের শিক্ষকবৃন্দ প্রমুখ। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ তার বক্তব্যে, স্কুলের ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে সন্ত্রাস, মাদক, বাল্য বিবাহের কুফল সর্ম্পকে ধারনা দেন এবং সবাইকে যার যার অবস্থান থেকে মাদক, যৌতুক, বাল্যবিবাহমুক্ত মুক্তাগাছা উপজেলা গড়তে সহযোগিতা কামনা করেন।এ সময় উপস্থিত ছিলেন, অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও মুক্তাগাছা থানা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
Leave a Reply