মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে শাকচর ইউনিয়ন এলাকাবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ মানববন্ধনে ওই ইউনিয়নের শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।
নিহত পারভেজ সদর উপজেলার শাকচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল্লাহ খোকনের ছেলে ও পেশায় মিষ্টি ব্যবসায়ী।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত পারভেজ এর মা রুনা বেগম, বোন সাথী আক্তার, ছাত্রদল নেতা আমির আহমেদ রাজু। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন- মো. লিটন, আবদুল হালীম সাকিব, মো. ফিরোজ, মো. আমীর হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পারভেজ কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। ৩০ জানুয়ারি রাতে পারভেজ নিখোঁজ হয়। পরদিন ৩১ জানুয়ারি সদর থানায় ডায়েরি করে স্বজনরা। ডায়েরি করার ৪ দিন অতিবাহিত হলেও প্রশাসনের তৎপরতা চোখে পড়েনি। বারবার যোগাযোগ করার পরও প্রশাসন কোনো উদ্যোগ গ্রহণ করেনি। অথচ ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার হয়। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা জানাই।
প্রসঙ্গত, ৩০ জানুয়ারি রাতে সদর উপজেলার শাকচরের জব্বার মাস্টার হাটের ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারভেজ তার মোটর সাইকেল করে বাড়ির উদ্দেশে বের হয়। রাতে বাড়ির সামনে মোটর সাইকেলটি পাওয়া গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
সদর থানার ওসি মো. আবদুল মোন্নাফ বলেন, এ ঘটনায় রাকিব এবং রবিউল নামের দুজনকর আটক করা হয়েছে। যারা জড়িত আছেন তাদেরকে গ্রেপ্তার করা হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply