মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে চাঁদপুর অঞ্চলে নৌ পুলিশের চলমান অভিযানে তৃতীয় দিনে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল, ইলিশ মাছ এবং কয়েকটি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে সাতজনকে।
নৌ পুলিশ জানায়, সোমবার (৬ অক্টোবর) চাঁদপুর অঞ্চলে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ৩৩ লাখ ৭৭ হাজার ৭০ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।
এছাড়া জব্দ করা হয় ২৫৭ কেজি ইলিশ মাছ এবং পাঁচটি নৌকা। এ অভিযানে সাতজন জেলেকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মোট চারটি মামলা দায়ের করা হয়েছে, সবগুলোই মৎস্য সংরক্ষণ আইনে।
এ বিষয়ে চাঁদপুর অঞ্চল নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বলেন, “মা ইলিশ রক্ষা আমাদের জাতীয় দায়িত্ব। ২২ দিনের এ অভিযান আমরা কঠোরভাবে পরিচালনা করছি। কেউ আইন অমান্য করে নদীতে নামলে, তাদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হবে। জনস্বার্থে এ অভিযান চলবে। আমরা চাই, ইলিশ যেন প্রাকৃতিকভাবে নির্বিঘ্নে ডিম দিতে পারে—এই লক্ষ্যে আমরা দিন-রাত অভিযান চালাচ্ছি। সাধারণ জেলেদের সচেতন হতে হবে এবং সরকারি নিষেধাজ্ঞা মেনে চলতে হবে।”
প্রসঙ্গত, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় প্রতি বছর আশ্বিন মাসে দেশের নদনদীতে মাছ ধরা, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ ঘোষণা করা হয়।
Leave a Reply