২৪ এর গণ অভ্যুত্থানের সাংস্কৃতিক অংশে নেতৃত্ব দেয়া দেশের বৃহত্তম গণ সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজারে সাংস্কৃতিক সমাবেশ করেছে সংগঠনটি। “মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি” এই স্লোগানে গান, কবিতা ও আলোচনায় মুখরিত ছিলো কক্সবাজার পৌরসভা চত্বরের মঙ্গলবার সন্ধ্যা।
সংগঠনের জেলা সাধারণ সম্পাদক সৌরভ দেব দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতিকে ইঙ্গিত করে তার বক্তব্যে বলেন, মানুষ কষ্ট পাচ্ছে। মেহনতি মানুষ পেট ভরে ভাত খেতে পারছেনা। এভাবে চললে গণ অভ্যুত্থানের সফলতা ম্লান হয়ে যাবে। তাই দ্রুত দ্রব্য মূল্যের লাগাম টেনে ধরতে হবে।
জেলা সভাপতি আশুতোষ রুদ্র প্রতিষ্ঠাবার্ষিকীতে সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, উদীচীর লড়াই চলমান। একটি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধ ভাবে এই লড়াইয়ে থাকতে হবে।
খেলাঘর সংগঠক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার সাধারণ সম্পাদক কলিম উল্লাহ ‘২৪ এর গণ অভ্যুত্থানে উদীচীর ভূমিকা উল্লেখ করে বলেন, একটি বৈষম্যহীন দেশ গঠনে উদীচীর লড়াই প্রোজ্জ্বল। মহান মুক্তিযুদ্ধ ও তার আগে থেকেই ৫৬ বছর ধরে লড়াইয়ের মধ্য দিয়ে সংগঠনটি দেশের বৃহত্তম গণ সাংস্কৃতিক সংগঠনে পরিণত হয়েছে। তিনি উদীচীর কর্মীদের অভিবাদন জানান।
জেলা উদীচীর সহ সাধারণ সম্পাদক জাহেদুল হক সুমনের সঞ্চালনায় আবৃত্তি পরিবেশন করেন সহ সভাপতি ছোটন দাশ। এসময় উদীচীর সঙ্গীত বিভাগ গানে গানে বহুত্ববাদী সাংস্কৃতিক পরিবেশনা হিসেবে গজল, শ্যামসঙ্গীত, লালন ও ভাওয়াইয়া ও গণসঙ্গীত উপস্থাপন করে।
Leave a Reply