মানিকগঞ্জে পৃথক অভিযানে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (১৭ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আবুল কালাম।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, মঙ্গলবার (১৬ মে) বিকাল থেকে রাত পর্যন্ত মানিকগঞ্জ সদর ও শিবালয় উপজেলায় আলাদা অভিযান চালানো হয়। উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা শামীমের নেতৃত্বে মানিকগঞ্জের জয়রা এলাকা থেকে ২৫ গ্রাম হেরোইনসহ শাকিল ও নিমাইকে গ্রেপ্তার করা হয়। অপর অভিযানে উপ-পরিদর্শক (এসআই) রিপন নাগের নেতৃত্বে শিবালয়ের উথলী এলাকা থেকে ২০ বোতল ফেনসিডিলসহ সালমা ও সোহাগ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা ব্যক্তিরা হলেন- চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আচতলাপাড়া গ্রামের সালমা, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের সোহাগ মিয়া, মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার এলাকার বাসিন্দা শাকিল দেওয়ান ও নিমাই রবিদাস।
এ ঘটনায় মানিকগঞ্জ সদর ও শিবালয় থানায় দুইটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।
Leave a Reply