কক্সবাজারের মহেশখালী মাতারবাড়ি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। গত ৩১ জুলাই থেকে এখানে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলক উৎপাদন করে আসছে।
প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া বৃহস্পতিবার মাতারবাড়ি পৌঁছলে গণমাধ্যমকে এতথ্য জানান।
সচিব আরোও জানান, বিদ্যুৎ কেন্দ্রটি আগামী ডিসেম্বরে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হবে। এরপর বাকি ৬০০ মেগাওয়াটও উৎপাদনে যাবে।
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ির কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র ও নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দর পরিদর্শনে এসে প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া এসব কথা বলেন।
এর আগে সকাল ১০ টায় চট্টগ্রাম থেকে নৌ পথে মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দরের একটি জেটিতে পৌঁছেন
পরিদর্শনকালে সচিব প্রকল্প পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্টদের সাথে অগ্রগতির বিষয়ে কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল, বিদুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল আহমেদ, কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান সহ বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন। মূখ্য সচিব পরিদর্শন শেষে বদরখালী হয়ে ফেরার পথে বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর হোসেন আরিফ সচিকে স্বাগতম জানান। এতে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান ও চকরিয়ার মডেল থানার অফিসার ইনচার্জ জাবেদ মুরাদ উপস্থিত ছিলেন।
Leave a Reply