মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে রবিবার (১ জুন) বাদে আসর কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় সংলগ্ন জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকো এবং ২৪ এর জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামে মসজিদের খতিব মাওলানা এহসানুল হক।
দোয়া মাহফিল শেষে দলীয় কার্যালয়ে গরিব অসহায় ও এতিম দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন।
এসময় ইয়াছিন চৌধুরী লিটন বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়ার অবদান এদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি স্বীয় কীর্তিতে অমর ইতিহাসের মহানায়ক। তার সততা, নিষ্ঠা, দেশপ্রেম, পরিশ্রমপ্রিয়তা ও নেতৃত্বের দৃঢ়তাসহ প্রভৃতি গুণাবলী এদেশের গণমানুষের হৃদয় স্পর্শ করেছিল। দেশে ঐক্যের রাজনীতি চালু করে সবাইকে এক কাতারে নিয়ে আসেন তিনি। প্রেসিডেন্ট জিয়া বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন, বাক ও ব্যক্তি স্বাধীনতা ফিরিয়ে দেন। অল্প সময়ের জন্য রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়ে জিয়া বিপুল জনপ্রিয়তা অর্জন এবং তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে দেশ জাতিকে মুক্ত করেন। বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস জোগান। বাংলাদেশের সামরিক বাহিনীকে নতুনভাবে ঢেলে সাজিয়েছিলেন। ঢাকায় মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত তার স্মরণকালের নামাজে জানাজায় প্রমাণিত তিনি কত জনপ্রিয় ছিলেন।
চট্টগ্রাম মহানগর জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হাজী শেখ আলাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সাকিব, বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি নেতা নকিব উদ্দিন ভূইয়া, বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আবু ফয়েজ। উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক মো. ইদ্রিস সবুজ, সমাজ কল্যাণ পরিষদের মো. ইলিয়াছ, শাহাদাত হোসেন মজুমদার, শাহাদাত হোসেন, মো. আনাস জিহান, মিজানুর রহমান, জামাল হোসেন, জাহিদুর রহমান, কামাল রেজা, আতাউল্ল্যাহ খান, আবুল হোসেন, মাহবুবুর রহমান, জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, টিটু, মামুন, দুখু প্রমুখ।
Leave a Reply