1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
মহানগরীর ইপিজেড থানা পুলিশ কর্তৃক সংঘবদ্ধ চোর চক্রের ০৫ সদস্যকে গ্রেফতার - দৈনিক আমার সময়

মহানগরীর ইপিজেড থানা পুলিশ কর্তৃক সংঘবদ্ধ চোর চক্রের ০৫ সদস্যকে গ্রেফতার

জাকারিয়া হোসেন, ইপিজেড চট্টগ্রাম
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ইপিজেড থানা পুলিশ গত ১৬ মে ২০২৪ ; রাত অনুমান ০১.৪৫ ঘটিকার সময় এস আই (নিঃ) শাহাজাহান, সঙ্গীয় অফিসার সহ থানা এলাকায় অভিযান ডিউটি করাকালীন  সিইপিজেডস্থ ৫ নং রোডের ফ্যামিলিটেক্স (বিডি) লিঃ কর্তৃপক্ষের সংবাদের ভিত্তিতে সিএমপি ইপিজেড থানাধীন সিইপিজেডস্থ ৫ নং রোডের ফ্যামিলিটেক্স (বিডি) লিঃ এর অভ্যন্তরে অভিযান পরিচালনা করিয়া আসামী ১। মোঃ রাকিব হোসেন (২৪), পিতা-মোঃ জসিম উদ্দিন, মাতা-হাজেরা খাতুন, সাং- চর আফজল চাঁদ মিয়ার বাড়ী, থানা-রামগতি, জেলা-লক্ষ্মীপুর, বর্তমানে- টেকের মোড়, বোরহান পাড়া জাহাঙ্গীর চৌধুরী বিল্ডিং, ২য় তলা, ১২ নং রুম, থানা-বন্দর, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ সবুজ প্রকাশ সবুজ সর্দার (২৮), পিতা-মৃত জামাল সরদার, মাতা-হনুফা বেগম, সাং- নাজনা পাড়া সরদার বাড়ি, থানা-পাথরঘাটা, জেলা-বরগুনা, বর্তমানে- আকমল আলী রোড, সালমান বিল্ডিং, ৩য় তলা, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ রেজাউল হাওলাদার (২৩), পিতা- মোঃ জাহাঙ্গীর হাওলাদার, মাতা-রাবেয়া বেগম, সাং-লিজ লাঠি মারা, হাওলাদার বাড়ি, থানা-পাথরঘাটা, জেলা-বরগুনা, বর্তমানে- আকমল আলী রোড, সালমান বিল্ডিং, ৩য় তলা, রুম নং-৩০, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ৪। মোঃ ফরিদ (২৯), পিতা- মোঃ শাহাজাহান খান, মাতা- আকলিমা বেগম, সাং-আমড়া গাছিয়া, থানা-সুবিদখালী, জেলা-বরগুনা, বর্তমানে- কলসি দিঘীর পাড়, বাদামতলা সেলিম এর কলোনি, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ৫। মোঃ ফারুক হোসেন (২৪), পিতা- মোঃ হাসেম, মাতা-বিবি মালেকা, সাং- চরজিয়া, হাসেমগো বাড়ি, থানা-সূবর্ণচর, জেলা-নোয়াখালী, বর্তমানে-মালেক মিয়ার ভাড়াঘর, ২য় তলা, কাটগড়, থানা-পতেঙ্গা, জেলা-চট্টগ্রাম সহ অজ্ঞাতনামা ৯/১০ জন দের হেফাজত হইতে চুরির চেষ্টাকালে (ক) লাল রং এর এসি সংযোগ এর ক্যাবল, লম্বা ৬০ ফুট, যাহার প্রতিফুট ৪০ টাকা হিসাবে (৪০x ৬০)= ২৪০০/ (দুই হাজার চারশত) টাকা এবং সবুজ রং এর কানেকটিং ক্যাবল লম্বা ২০ ফুট, যাহার প্রতিফুট ৪০ টাকা হিসাবে (৪০x ২০)= ৮০০/ (আটশত) টাকা, (খ) ০১ (এক)টি পিতলের হোস্ট নজল, যাহার গায়ে ইংরেজিতে ‘‘Open Close SHIELD, SD-FN40 লেখা আছে, যাহার অনুমান মূল্য ৪,৫০০ (চার হাজার পাঁচশত) টাকা এবং ০৩ (তিন) টি হোষ্ট কানেকটর সহ ০১ টি সেলালেস, যাহার অনুমান মূল্য (৩x ৩০০)= ৯০০ (নয়শত) টাকা, (গ) ০৬ (ছয়) টি বিভিন্ন রং এর জ্যাকেট, যাহার অনুমান মূল্য অনুমান ৬ x ৮০০= ৪৮০০ (চার হাজার আটশত) টাকা, (ঘ) ০৫ (পাঁচ) টি ছোট টেবিল ফ্যান, যাহার মূল্য অনুমান (৫x ৯০০)= ৪৫০০ (চার হাজার পাঁচশত) টাকা, (ঙ) গ্রিলের এংগেল কাটার লোহার প্লেটবার ১৫ পিচ, ওজন ০২ কেজি, মূল্য অনুমান-(২ x ৬০)=১২০ (একশত বিশ) টাকা, সর্বমোট মূল্য= ১৮,০২০ /- (আঠার হাজার বিশ) টাকা  উদ্ধার পূর্বক সাক্ষীদের উপস্থিতিতে এসআই (নিঃ) শাহাজাহান জব্দ তালিকা মূলে জব্দ করেন।
৫। ভিকটিমের সংখ্যা ও বিবরণঃ নাই
৬। উদ্ধারঃ (ক) লাল রং এর এসি সংযোগ এর ক্যাবল, লম্বা ৬০ ফুট, যাহার প্রতিফুট ৪০ টাকা হিসাবে (৪০x ৬০)= ২৪০০/ (দুই হাজার চারশত) টাকা এবং সবুজ রং এর কানেকটিং ক্যাবল লম্বা ২০ ফুট, যাহার প্রতিফুট ৪০ টাকা হিসাবে (৪০x ২০)= ৮০০/ (আটশত) টাকা, (খ) ০১ (এক)টি পিতলের হোস্ট নজল, যাহার গায়ে ইংরেজিতে ‘‘Open Close SHIELD, SD-FN40 লেখা আছে, যাহার অনুমান মূল্য ৪,৫০০ (চার হাজার পাঁচশত) টাকা এবং ০৩ (তিন) টি হোষ্ট কানেকটর সহ ০১ টি সেলালেস, যাহার অনুমান মূল্য (৩x ৩০০)= ৯০০ (নয়শত) টাকা, (গ) ০৬ (ছয়) টি বিভিন্ন রং এর জ্যাকেট, যাহার অনুমান মূল্য অনুমান ৬ x ৮০০= ৪৮০০ (চার হাজার আটশত) টাকা, (ঘ) ০৫ (পাঁচ) টি ছোট টেবিল ফ্যান, যাহার মূল্য অনুমান (৫x ৯০০)= ৪৫০০ (চার হাজার পাঁচশত) টাকা, (ঙ) গ্রিলের এংগেল কাটার লোহার প্লেটবার ১৫ পিচ, ওজন ০২ কেজি, মূল্য অনুমান-(২ x ৬০)=১২০ (একশত বিশ) টাকা, সর্বমোট মূল্য= ১৮,০২০ /- (আঠার হাজার বিশ) টাকা।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা মর্মে ইপিজেড থানার মামলা নং-৮, তারিখ- ১৬/৫/২৪ ইং, ধারা–৪৬১/৩৮০/৪১১ পেনাল  কোড রুজু হয় এবং আসামীদের আদালতে প্রেরন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com