৫। ভিকটিমের সংখ্যা ও বিবরণঃ নাই
৬। উদ্ধারঃ (ক) লাল রং এর এসি সংযোগ এর ক্যাবল, লম্বা ৬০ ফুট, যাহার প্রতিফুট ৪০ টাকা হিসাবে (৪০x ৬০)= ২৪০০/ (দুই হাজার চারশত) টাকা এবং সবুজ রং এর কানেকটিং ক্যাবল লম্বা ২০ ফুট, যাহার প্রতিফুট ৪০ টাকা হিসাবে (৪০x ২০)= ৮০০/ (আটশত) টাকা, (খ) ০১ (এক)টি পিতলের হোস্ট নজল, যাহার গায়ে ইংরেজিতে ‘‘Open Close SHIELD, SD-FN40 লেখা আছে, যাহার অনুমান মূল্য ৪,৫০০ (চার হাজার পাঁচশত) টাকা এবং ০৩ (তিন) টি হোষ্ট কানেকটর সহ ০১ টি সেলালেস, যাহার অনুমান মূল্য (৩x ৩০০)= ৯০০ (নয়শত) টাকা, (গ) ০৬ (ছয়) টি বিভিন্ন রং এর জ্যাকেট, যাহার অনুমান মূল্য অনুমান ৬ x ৮০০= ৪৮০০ (চার হাজার আটশত) টাকা, (ঘ) ০৫ (পাঁচ) টি ছোট টেবিল ফ্যান, যাহার মূল্য অনুমান (৫x ৯০০)= ৪৫০০ (চার হাজার পাঁচশত) টাকা, (ঙ) গ্রিলের এংগেল কাটার লোহার প্লেটবার ১৫ পিচ, ওজন ০২ কেজি, মূল্য অনুমান-(২ x ৬০)=১২০ (একশত বিশ) টাকা, সর্বমোট মূল্য= ১৮,০২০ /- (আঠার হাজার বিশ) টাকা।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা মর্মে ইপিজেড থানার মামলা নং-৮, তারিখ- ১৬/৫/২৪ ইং, ধারা–৪৬১/৩৮০/৪১১ পেনাল কোড রুজু হয় এবং আসামীদের আদালতে প্রেরন করা হয়।
Leave a Reply