ময়মনসিংহে” সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে- উদ্ভাবনে স্থানীয় সরকার” এই স্লোগানে ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী ১৮টি স্টলে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা আব্দুছ ছালামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হুসাইন।এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) আব্দুল্লাহ আল মামুন, সিরতা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু সাঈদ, খাগডহর ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ বাদল, সোহেল রানা শিশিরসহ প্রমুখ।উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর দিকনির্দেশনায় সদ্য স্বাধীন বাংলাদেশের সংবিধানের ৫৯ ও ৬০ অনুচ্ছেদে বর্ণিত স্থানীয় শাসনের বিধানের আলোকে নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে। সরকারের উন্নয়ন কার্যক্রমে জনগণকে আরো সম্পৃক্ত করতে হবে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকারকে স্মার্ট ও সেবামুখী করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে আমরা সক্ষম হব।
Leave a Reply