সারাদেশে বিএনপি জামাতের অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহ ব্যবসায়ী, মালিক ও শ্রমিক সংগঠনসমূহের আয়োজনে এক শান্তি সমাবেশে ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১ নভেম্বর বুধবার সকালে নগরীর টাউন হল প্রাঙ্গণে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি ও এফবিসিসিআই এর সাবেক সহ-সভাপতি মোঃ আমিনুল হক শামীম সিআইপি।প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক শামীম(সিআইপি) বলেছেন,আন্দোলনের নামে বিএনপি-জামায়াত হামলা করে আগুনে পুড়িয়ে, বোমা মেরে সাধারণ মানুষকে হত্যার চেষ্টা করছে।স্বাধীনতা বিরোধীদের মাঠে নিয়ে নৈরাজ্য সৃষ্টির পায়তারা শুরু করেছে।আমাদের ধৈর্যের বাধ ভেঙে যাচ্ছে। আমাদের পরিবহন বা অন্যান্য শ্রমিক ভাইদের উপর যদি হামলা চালান,আমরা কিন্তু আর ছাড় দিবো না। শ্রমিক ভাইদের এবং সাধারণ মানুষের জীবন বাঁচাতে প্রয়োজনে জনগণকে সাথে নিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।
শান্তি সমাবেশের আলোচনা শেষে একটি বিশাল মিছিল নিয়ে নগরীর টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু করে নতুন বাজার গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড় প্রদক্ষিণ করে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।এসময় এছাড়াও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, সহ-সভাপতি শওকত জাহান মুকুল,আওয়ামীলীগ নেতা প্রদীপ ভৌমিক,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন আরিফ, জেলা মটর মালিক সমিতির কোচ বিভাগের সম্পাদক ও গৌরিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, মহানগর যুবলীগের আহ্বায়ক শাহীনুর রহমান, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনি, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিন, জেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হিমেল, জেলা শ্রমিকলীগের সভাপতি রকিবুল ইসলাম শাহীন,যুবলীগ নেতা এম এ মোতালেব, মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম রায়হান, জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সানোয়ার হোসাইন চানু, জেলা যুব মহিলা লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক স্বপ্না খন্দকারসহ অন্যান্য আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ প্রমুখ।
Leave a Reply