ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসরত শিশু- কিশোরদের নিয়ে যুব ক্রীড়া ও ইউনিসেফ বাংলাদেশ এর যৌথ উদ্যোগে এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় মসিকের ১১ নং ওয়ার্ড কাউন্সিল ও ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোঃ ফরহাদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ এহতেশামুল আলম। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী। উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী, ০৩ নং ওয়ার্ড কাউন্সিল ও ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সদস্য মোঃ শরিফুল ইসলাম শরিফ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন। এসময় আরও উপস্থিত ছিলেন ৩০ নং ওয়ার্ড কাউন্সিল মোঃ আবুল বাশার, মহিলা কাউন্সিল মোঃ সেলিনা আক্তার ও মসিকের প্রশাসনিক কর্মকর্তা কাঞ্চন কুমার নন্দীসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
Leave a Reply