উল্লেখ্য, বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় স্পোর্টি লাইফস্টাইল ব্র্যান্ড লোটো বিশ্বের ১১০টিরও বেশি দেশে গত ৪৯ বছর ধরে অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। নিরন্তর গবেষণার মাধ্যমে লোটোর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম কর্তৃক উদ্ভাবিত নিত্য-নতুন টেকনোলজি যেমন- অ্যাডাপ্টো মেমোরি ফোম, এনারটার্ন, পুন্টোফ্লেক্স, ডিপ ড্রাই ইত্যাদি হালফ্যাশনের ট্রেন্ডের সাথে সমন্বয় করে স্থান করে নিয়েছে তরুণদের প্রাণে। এছাড়াও লন্ডনের বিখ্যাত আরেকটি ব্র্যান্ড লি কুপারের পণ্যসামগ্রীও পাওয়া যাবে এই আউটলেটে। এরই ধারাবাহিকতায় নগরীর চরপাড়া সংলগ্ন ১৩৩/এ পুরোহিত পাড়া অবস্থিত লোটো’র এই আউটলেটটিতে একই ছাদের নিচে পাওয়া যাচ্ছে ফুটওয়্যার, এ্যাপারেলস আর এ্যাক্সেসোরিজের ৮০০’র ও বেশি ডিজাইনের লাইফস্টাইল সু, স্লিপার্স, পোলো শার্ট, টি-শার্ট, জিন্স, গ্যাবার্ডিন, মোকাসিন সু, স্যান্ডেলস্, পার্সোনাল কেয়ার প্রোডাক্টস্, অ্যাক্সেসরিজ সহ নানা ধরনের পণ্য। বাংলাদেশে লোটো স্পোর্ট ইটালিয়া এবং লি কুপার লন্ডনের একমাত্র লাইসেন্সি- এক্সপ্রেস লেদার প্রডাক্টস লিমিটেড দেশজুড়ে ২৩০টিরও বেশি লোটো আউটলেটের মাধ্যমে সেবা প্রদান করে যাচ্ছে। বাংলাদেশের অগণিত ক্রেতাসাধারণকে আরো আকর্ষণীয় আর স্মার্ট করে তুলতে লোটো’র কার্যক্রম আরো সম্প্রসারন করার এই প্রয়াস অব্যাহত থাকবে।
Leave a Reply