1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
ময়মনসিংহে লোটো’র নতুন আউটলেট উদ্বোধন - দৈনিক আমার সময়

ময়মনসিংহে লোটো’র নতুন আউটলেট উদ্বোধন

শুভ বসাক 
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
Oplus_0
ময়মনসিংহে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ইটালিয়ান স্পোর্টি লাইফস্টাইল ব্র্যান্ড লোটোর বৃহৎ পরিসরে আন্তর্জাতিক মানের একটি নতুন আউটলেটের শুভ উদ্বোধন করেছে। গতকাল (২৮ নভেম্বর) সন্ধ্যায় নগরীর চরপাড়া সংলগ্ন ১৩৩/এ পুরোহিত পাড়া এলাকায় জাঁকজমকপূর্ণভাবে ফিতা কেটে নতুন আউটলেটের উদ্বোধন করেন এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেড লাইসেন্সি লোটো এন্ড লি কুপার ম্যানেজিং ডিরেক্টর কাজী জামিল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে লোটো ও লি কুপার এর এরিয়া ম্যানেজার ফাহমিদ মুনতাসির,লোটো ও লি কুপারের আউটলেট ম্যানেজার মোঃ জাহাঙ্গীর হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং লোটো’র অন্যান্য  কর্মকর্তা উপস্থিত ছিলেন। এর আগে এদিন সকালে উদ্বোধন উপলক্ষে জাঁকজমকপূর্ণভাবে ব্যানপার্টি বাজিয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এক বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক গাঙ্গিনাপাড়, নতুন বাজারসহ অন্যান্য সড়ক প্রদক্ষিণ করে নতুন আউটলেট কার্যালয়ে এসে শেষ হয়। পরে প্রতিষ্ঠানটির সফলতা কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও লোটো’র নতুন আউটলেট উদ্বোধন উপলক্ষে আগামী ৩ দিন সকল পন্যের উপর ১০% ডিসকাউন্ট পাবে ক্রেতারা।
উল্লেখ্য, বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় স্পোর্টি লাইফস্টাইল ব্র্যান্ড লোটো বিশ্বের ১১০টিরও বেশি দেশে গত ৪৯ বছর ধরে অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। নিরন্তর গবেষণার মাধ্যমে লোটোর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম কর্তৃক উদ্ভাবিত নিত্য-নতুন টেকনোলজি যেমন- অ্যাডাপ্টো মেমোরি ফোম, এনারটার্ন, পুন্টোফ্লেক্স, ডিপ ড্রাই ইত্যাদি হালফ্যাশনের ট্রেন্ডের সাথে সমন্বয় করে স্থান করে নিয়েছে তরুণদের প্রাণে। এছাড়াও লন্ডনের বিখ্যাত আরেকটি ব্র্যান্ড লি কুপারের পণ্যসামগ্রীও পাওয়া যাবে এই আউটলেটে। এরই ধারাবাহিকতায় নগরীর চরপাড়া সংলগ্ন ১৩৩/এ পুরোহিত পাড়া অবস্থিত লোটো’র এই আউটলেটটিতে একই ছাদের নিচে পাওয়া যাচ্ছে ফুটওয়্যার, এ্যাপারেলস আর এ্যাক্সেসোরিজের ৮০০’র ও বেশি ডিজাইনের লাইফস্টাইল সু, স্লিপার্স, পোলো শার্ট, টি-শার্ট, জিন্স, গ্যাবার্ডিন, মোকাসিন সু, স্যান্ডেলস্, পার্সোনাল কেয়ার প্রোডাক্টস্, অ্যাক্সেসরিজ সহ নানা ধরনের পণ্য। বাংলাদেশে লোটো স্পোর্ট ইটালিয়া এবং লি কুপার লন্ডনের একমাত্র লাইসেন্সি- এক্সপ্রেস লেদার প্রডাক্টস লিমিটেড দেশজুড়ে ২৩০টিরও বেশি লোটো আউটলেটের মাধ্যমে সেবা প্রদান করে যাচ্ছে। বাংলাদেশের অগণিত ক্রেতাসাধারণকে আরো আকর্ষণীয় আর স্মার্ট করে তুলতে লোটো’র কার্যক্রম আরো সম্প্রসারন করার এই প্রয়াস অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com