প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, ঝড়ে পড়া রোধ এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় ময়মনসিংহ সদর উপজেলার চর গোবিন্দপুর খরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, ঝড়ে পড়া রোধ এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে মা সমাবেশের আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহফুজুল আলম মাসুম, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)।
আয়োজনের সভাপতিত্ব করেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম।
Leave a Reply