বাল্যবিবাহ ইভটিজিং নারী নির্যাতন মাদক সেবন এর কুফল ও যৌন হয়রানির সম্পর্কিত সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে নগরীর এড্ওয়ার্ড ইনস্টিটিউশন কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় মসিকের ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ও এড্ওয়ার্ড ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ওয়াজেদ আলী। এছাড়াও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এড্ওয়ার্ড ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ খসরু বিন সাহাব। ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ তার বক্তব্যে, স্কুলের ছাত্র/ছাত্রীদের ইভটিজিং যৌন হয়রানি, বাল্যবিবাহ নারী নির্যাতন, ও মাদক সেবন এর কুফল সম্পর্কে ধারণা দেন এবং যার যার অবস্থান থেকে সচেতন থাকার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন, অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও পুলিশের অন্যান্য কর্মকর্তাসহ প্রমুখ।
Leave a Reply