ব্রহ্মপুত্র নদের উচাখিলা-মরিচারচর নামাপাড়া পয়েন্টে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে বালু খোরদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন ময়মনসিংহের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ঈশ্বরগঞ্জে শতশত ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধ বালু উত্তোলন বন্ধ কর ব্রহ্মপুত্র বাঁচাও এই স্লোগানে উচাখিলা-মরিচারচর নামাপাড়ার মানুষকে সাথে নিয়ে ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলন ময়মনসিংহ, ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে কবি এহসান হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সমন্বয় আবুল কালাম আল আজাদ,আসকর আলী, মোস্তফা,আলতাফসহ প্রমুখ। মানববন্ধনে ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক আবুল কালাম আল আজাদ বলেন, প্রশাসনের চোখের সামনে কিভাবে অবৈধ বালু উত্তোলন করা সম্ভব? এলাকাবাসী উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করে এর প্রতিকার পাননি। শতাধিক ড্রেজারে বালু উত্তোলনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে আছে। বিচার নাই কেন? এছাড়াও মানববন্ধনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার বিভাগীয় সমন্বয়ক গৌতম চন্দ্র বলেন, প্রশাসন ব্যবস্থা না নিলে আমরা প্রয়োজনে হাইকোর্টে যাব।এভাবে নদী এবং মানুষকে বিপদে ফেলার কোন আইন বা নৈতিক অধিকার কারো নাই।
Leave a Reply