আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত- এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ময়মনসিংহে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।রোববার (১৫ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে নগরীর টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে জিলা স্কুলে এসে শেষ হয়।র্যালি শেষে ময়মনসিংহ জিলা স্কুলে শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়া কর্মসূচি পালন করা হয়। পরে হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলম মাসুম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধায়ক মো. আব্দুল আউয়াল, নির্বাহী প্রকৌশলী জামাল হোসেন, সহকারী পুলিশ সুপার তাহমিনা আক্তার ও জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন প্রমুখ।
Leave a Reply