ডাকবাক্স, ডাকঘর, ডাকপিয়ন বা ডাক হরকরা এসব শব্দ আজকের যুগে খুব প্রয়োজনীয় না হলেও একসময় মানুষের মন এসবেই পড়ে থাকত। দিনের পর দিন অপেক্ষা করে থেকেছে ডাকপিয়নের জন্য। সবই এখন আধুনিকতার আলোতে পুরাতন স্মৃতিতে ঠাঁই নিয়েছে।৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস। এদিকে বিশ্ব ডাক দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় ময়মনসিংহে ‘আস্থার জন্য একসঙ্গে : নিরাপদ এবং সংযুক্ত ভবিষ্যতের জন্য একত্রিত হই’ এই প্রতিপাদ্যে ময়মনসিংহ ডাক বিভাগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার (৯ অক্টোবর) জেলা প্রশাসক কার্যালয়ে সামনে থেকে এক বর্নাঢ্য র্যালি শুরু হয়ে নগরীর বিভাগীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়। এতে ময়মনসিংহ প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রধান ডাকঘরের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোঃ সাহেদুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ ডিভিশনাল অফিসের সুপার রিপন রায়, ডাক জীবন বীমা এজিএম(ফিল্ড) মোঃ আব্দুল হালিম। আলোচনা শেষে ময়মনসিংহ প্রধান ডাকঘরের শ্রেষ্ঠ পোস্টাল অপারেটর হিসেবে মোঃ আব্দুল আলীম ও ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ ইডিএমসি হিসেবে রিটন সরকারকে সম্মাননা স্মারক ক্রেস প্রদান করা হয়।
Leave a Reply