ময়মনসিংহে বিএনপি- জামায়াতের অবৈধ অবরোধের বিরুদ্ধে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুকের নেতৃত্বে নগরে তিন-শতাধিক মটরসাইকেল নিয়ে শান্তি মিছিল করে। কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের নির্দেশনায় সোমবার বেলা ১২ টার দিকে নগরীর বাঘমারা এলাকায় স্বাচিপের সাবেক মহাসচিব অধ্যাপক ডাঃ এম এ আজিজ এর বাসার সামনে থেকে মিছিলটি বের হয়ে চরপাড়া মোড়, ধোপাখলা, ত্রিশাল বাসস্টেন, নতুন বাজার, জিলা স্কুল মোড় হয়ে গাঙ্গিনারপাড়, স্টেশন মোড়, রেলীর মোড়, পাটগুদাম ব্রীজ, আলীয়া মাদ্রাসা, চরপাড়া মেডিকেল কলেজ গেইট হয়ে চরপাড়া টাইম স্কয়ারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মটরসাইকেল মিছিল শেষ হয়। এ সময় জেলা যুবলীগের যুগ্মআহবায়ক তার বক্তব্যে বলেন বিএনপি-জামায়াত এর অবরোধের প্রতিবাদে সারা দেশের ন্যায় ময়মনসিংহেও আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শান্তি সমাবেশ করছে। আপনারা সকলেই ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে সোচ্ছার থাকবেন। কেউ যেন দেশের মানুষের কোন ক্ষতি করতে না পারে।আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগ অতন্দ্র প্রহরী হিসাবে থাকবো।
Leave a Reply