ময়মনসিংহে মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করার জন্য শিক্ষার্থীদের অংশগ্রহণে সন্ত্রাস, জঙ্গীবাদ ও সাম্প্রদায়িক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অডিটরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) মোঃ শওকত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ। আলোচনা শেষে অতিথিবৃন্দদের হাতে সম্মাননা স্মারক ক্রেস প্রদান করা হয়।এসময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
Leave a Reply