ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অভিযানে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিন কেজি গাজা উদ্ধার করে পুলিশ। শনিবার সন্ধ্যায় ফুলবাড়িয়ার আছিম বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ডিবির ওসি ফারুক হোসেন জানান, পুলিশ সুপার মাছুম আহামদ ভুঞার নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে শনিবার বিকালে গোপন সুত্রে খবর পেয়ে এসআই মোঃ কমল সরকার ও এসআই মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে জেলার ফুলবাড়ীয়ার আছিম বাজারস্থ একটি খাবার হোটেলের সামনে থেকে চার মাদক ব্যবসায়ীকে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আল আমিন, মোঃ শাকিব মিয়া, মোঃ রাহাত ওরফে মোহন ও মোছাঃ জিয়াসমিন আক্তার। তারা সকলেই বিজয় নগর, ব্রাহ্মণবাড়ীয়ার বলে পুলিশ জানায়। এ ব্যাপারে ডিবি পুলিশ বাদি হয়ে ফুলবাড়িয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।
Leave a Reply