জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজুলেশন এর ভিত্তিতে নারীর শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত ময়মনসিংহ সদর উপজেলা স্টিয়ারিং কমিটির ৫ম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি ২০২৫) দুপুরে নগরীর সি কে ঘোষ রোড এলাকার সারিন্দা রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। এতে শান্তি মিত্র সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক ও স্টিয়ারিং কমিটির সদস্য সুবর্ণা পলি ড্রং এর সভাপতিত্বে ও বাংলাদেশ নারী প্রগতি সংঘ বারহাট্রা কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত ভৌমিক এর পরিচালনায় আয়োজিত সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন, মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয়ের প্রোগ্রাম অফিসার নাছিমা খাতুন, নারী নেত্রী আইনুন নাহার, শিক্ষক শামছুল আলমসহ কমিটির অন্যান্য সদস্যরা। আলোচনা সভায় বিগত সভার সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়িত কার্যক্রমের ফলাফল এবং নারীর প্রতি সহিংসতা মোকাবেলায় চ্যালেঞ্জ ও উত্তোরনের কৌশল নিয়ে আলোচনা করা হয়। জানা গেছে, “গ্লোবাল নেটওয়ার্ক অফ উইমেন পিসবিল্ডার্স” এর সহযোগিতায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন “টেকশই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশী নারীদের ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের আওতায় ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, নারী নেত্রী, শিক্ষক, সংস্কৃতিকর্মী, নাগরিক সংগঠন ও যুব প্রতিনিধিদের নিয়ে গঠিত উপজেলা স্টেয়ারিং কমিটির সদর উপজেলায় নারীর শান্তি ও নিরাপত্তায় তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। উল্লেখ্য, নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) মুখ্য ভূমিকা পালন করছে।
Leave a Reply