রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সাহসী অগ্রযাত্রায় তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী যুবলীগের উদ্যোগে শনিবার বিকেলে নগরীর কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত সমাবেশে মহানগর যুবলীগের আহবায়ক মো: শাহিনুর রহমানের সভাপতিত্বে ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আখেরুল ইমাম সোহাগ ও মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ রাসেল পাঠানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জুয়েল আরেং এমপি। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আ’লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু, মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য গোলাম ফেরদৌস জিল্লু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক সামিউল আমিন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য বজলুর করিম মীর,সৌরিন আরেং সেং, আজিজুর রহমান তামিম, মোঃ শহিদুল ইসলাম কবির, জেলা আওয়ামী যুবলীগের অন্যতম যুগ্ন আহবায়ক এইচ এম ফারুক। সমাবেশে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন জেলা যুবলীগের সদস্য আসাদুজ্জামান রুমেল। এছাড়াও বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।
Leave a Reply