ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ সহিদুল ইসলাম। শুক্রবার (৯ আগষ্ট) তিনি ময়মনসিংহ ডিবি পুলিশের ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। জেলা পুলিশের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (৭ আগষ্ট) ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞার সাক্ষরিত এক অফিস আদেশে কোতোয়ালী মডেল থানার ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সহিদুল ইসলামকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর অফিসার ইনচার্জ(ওসি) হিসেবে পদায়ন করা হয়। এছাড়াও একই আদেশে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেনকে ময়মনসিংহ পুলিশ অফিসে বদলি করা হয়। এদিকে, মো.সহিদুল ইসলাম ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পাওয়ার পর ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার গতিশীলতা আরো বৃদ্ধি পাবে এবং অপরাধ দমনে বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে মনে করছেন ময়মনসিংহবাসী। জানা গেছে, মোঃ সহিদুল ইসলাম কুমিল্লা জেলা গোয়েন্দা সংস্থায় দীর্ঘদিন ব্যাপক সুনামের সহিত দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি ডিএমপিসহ গাজীপুর জেলাতেও কাজ করে প্রশংসা কুড়িয়েছেন। ময়মনসিংহের ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবেও দায়িত্ব পালনে তার প্রশংসা রয়েছে। বিভিন্ন অপরাধীদের দ্রুত সনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটন খুব সহজেই তিনি করে ফেলেন। মামলা সংক্রান্ত সকল কাজেও ব্যাপক সফলতা রয়েছে এই পুলিশ কর্মকর্তার।
Leave a Reply