ময়মনসিংহে চোরাই ভেকু উদ্ধার করেছে ডিবি পুলিশ।গতকাল ১৯/০৯/২০২৩ তারিখ দুপুর অনুমান ০২.৩০ ঘটিকায় অজ্ঞাতনামা দুইটি মোবাইল নাম্বার হতে জনৈক মো: ইব্রাহীমকে ফোন করে তার মালিকানাধীন CAT Excavator (যা স্থানীয়ভাবে ভেকু নামে পরিচিত) টি মৌখিকভাবে ত্রিশাল থানাধীন কাজির শিমলায় পাঠানোর চুক্তি করা হয়। ওইদিন সন্ধ্যা ০৭.০০ ঘটিকায় ভেকুর চালক ইসরাফিল কোতোয়ালী থানাধীন চুরখাই রূপসী বাংলা হোটেলের সামনে ভেকু টি রেখে রাতের খাবার খেতে বসে এবং খাওয়া শেষে বের হয়ে ভেকু টি যথাস্থানে নেই। এই সংক্রান্তে গত ২৬/০৯/২০২৩ তারিখ কোতোয়ালী মডেল থানায় অভিযোগ করলে কোতোয়ালী মডেল থানার মামলা নং ৯৩, তারিখ: ২৬/০৯/২০২৩ ইং, ধারা-৩৭৯, পেনাল কোড রুজু হয়। মামলা রুজুর সাথে সাথে জনাব মো: ফারুক হোসেন, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা’র নেতৃত্বে এসআই(নিঃ) শাহ মিনহাজ উদ্দিন, এসআই (নিঃ) রেজাউল আমীন বর্ষন ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে গত ২৬/০৯/২০২৩ তারিখ রাত ২৩.০৫ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন মাইজগাঁও এলাকা থেকে চুরি যাওয়া ভেকু টি উদ্ধার করেন। উক্ত চুরির ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।
Leave a Reply