ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের দিকনির্দেশনায় এসআই মো. আলাউদ্দিন তার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নগরের আকুয়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী ১। মোঃ রফিকুল ইসলাম (৪০)কে গ্রেফতার করেন। বুধবার (১৬ অক্টোবর) নগরীর আকুয়া বাবুল মিয়ার হোটেল সামনে থেকে তিন কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলামকে হাতে নাতে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। মাদক ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম ময়মনসিংহ নগরীর আকুয়া মড়লপাড়া এলাকার মোঃ মজিবুর রহমান এর ছেলে। জেলা গোয়েন্দার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, আসামি দীর্ঘদিন যাবৎ মাদক বিক্রির সঙ্গে জড়িত এবং আসামী রফিকুল ইসলামের বিরুদ্ধে ০৪টি মাদক মামলা আছে। পরে উদ্ধারকৃত তিন কেজি গাঁজাসহ আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
Leave a Reply