ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ফারুক হোসেনের নির্দেশনায় এসআই(নিঃ) মোহাম্মদ সাইফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানাধীন জামিরদিয়া সাকিনস্থ রানা এয়ার ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি এর সামনে ময়মনসিংহ-ঢাকা গামী মহাসড়কের পূর্ব পার্শ্বে ফাঁকা জাযগায় হইতে ১৩ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ ২২.০৫ ঘটিকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। রফিকুল ইসলাম (৩৪), পিতা-মৃতঃ দুলাল মিয়া, মাতা-মোছাঃ রমিজা খাতুন, সাং-উড়াহাটি, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০১টি মামলা আছে।এসআই(নিঃ) মাহফুজুর রহমান ও এসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার নান্দাইল মডেল থানাধীন উলুহাটি শিমুলতলী বাজারস্থ জনৈক মোঃ শফিক আহম্মেদ এর মুদি দোকানের সামনে নান্দাইল চৌরাস্তা হইতে তাড়াইল গামী পাকা রাস্তার পার্শ্বে হইতে ১৪ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ ০৮.০০ ঘটিকায় ০১ কেজি গাঁজা মাদক ব্যবসায়ী ১। মোঃ মিঠু (২২), পিতা-মোঃ আলী আকবর, মাতা মৃতঃ জোসনা আক্তার,সাং-বড়াইল (ছয় আনি পাড়া), থানা-নান্দাইল মডেল, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। উদ্ধারকৃত ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১ কেজি উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০২ জন আসামীর বিরুদ্ধে ভালুকা মডেল ও নান্দাইল মডেল থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
Leave a Reply