ময়মনসিংহে ৩০০ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ফারুক হোসেনের নির্দেশনায় এসআই(নিঃ) কমল সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন আছিম বাজারস্থ মোঃ শাহজাহান মিয়া (৪০), পিতা-মৃত সোহরাব আলী এর ফলের দোকানের সামনে ফুলবাড়ীয়া হইতে কান্দানিয়াগামী পাঁকা রাস্তার উপরে হইতে ৩০ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখ ১৫.২০ ঘটিকায় ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী- মোঃ সুমন মিয়া (২৫), পিতা-মৃত আঃ হান্নান, মাতা-মোছাঃ রেনুয়ারা খাতুন, সাং-রঘুনাথপুর পশ্চিম পাড়া, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। উদ্ধারকৃত ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে ফুলবাড়ীয়া থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
Leave a Reply