1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ময়মনসিংহে জেলা আ'লীগের কমিটি নিয়ে বিতর্ক,পদবঞ্চিতদের ক্ষোভ - দৈনিক আমার সময়

ময়মনসিংহে জেলা আ’লীগের কমিটি নিয়ে বিতর্ক,পদবঞ্চিতদের ক্ষোভ

শুভ বসাক
    প্রকাশিত : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে ত্যাগী নেতাদের বাদ দিয়ে হাইব্রিড ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার অভিযোগ ওঠেছে।জেলা থেকে পাঠানো প্রস্তাবিত তালিকা থেকে অনেককেই বাদ দিয়ে বিতর্কিতদের ঢুকানো হয়েছে এমন দাবি করে তৃণমূল নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধারা বলছেন, কেন্দ্রীয় দায়িত্বশীলরা সুবিধা নিয়ে তাদের মনগড়া কমিটি দিয়েছেন। যেখানে রাজাকারের সন্তান, ভিন্ন দলের নেতা, বহিরাগত, বিদেশি নাগরিক ও চিহ্নিত মাদক ব্যবসায়ীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।এমন ১৬ জনের তালিকা প্রকাশ করে তাদের কমিটি থেকে বাদ দিয়ে ত্যাগীদের অন্তর্ভুক্ত করে ফের কমিটি প্রকাশের দাবি জানিয়েছেন তারা।
সোমবার (২ অক্টোবর) দুপুরে নগরীর শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধনে এ দাবি জানানো হয়। এতে আওয়ামী লীগ, সাবেক ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ নেতাকর্মী এবং স্থানীয় মুক্তিযোদ্ধারা অংশ নেন। জেলা শ্রমিক লীগের আহ্বায়ক রাকিবুল ইসলাম শাহীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাবেক যুবলীগ সভাপতি প্রদীপ ভৌমিক, মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর মোর্শেদ রাজু, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান টিটু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন প্রমুখ।রাকিবুল ইসলাম শাহীন বলেন, প্রস্তাবিত যে কমিটি কেন্দ্রে জমা দেওয়া হয়েছিল সেখান থেকে ২৬ জনকে বাদ দিয়ে বিতর্কিত, অনুপ্রবেশকারী, প্রাথমিক সদস্য পদ নেই এমন ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের অগোচরে। যারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত তারা কমিটি থেকে বাদ পরেছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানাচ্ছি।প্রদীপ ভৌমিক বলেন, ত্যাগী নেতাদের বাদ দিয়ে কেন্দ্র যে কমিটি প্রকাশ করেছে তাতে স্থানীয় জনগণ ও আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধারা ঐক্যমতে পৌঁছাতে পারেনি। এজন্য ময়মনসিংহের রাজনীতি আজ উত্তাল এবং আওয়ামী লীগ কর্মীরা রাজপথে দাঁড়িয়েছে।এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম বলেন, কমিটি অনুমোদনের জন্য আমরা যে প্রস্তাবনা কেন্দ্রে পাঠিয়েছিলাম তা থেকে কিছু নাম বাদ দিয়ে বিতর্কিতদের যুক্ত করা হয়েছে। এ নিয়ে পদবঞ্চিত নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই তারা আন্দোলন করছে। আমরা কেন্দ্রকে বিষয়টি অবগত করার চেষ্টা করছি।প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশে কমিটির অনুমোদন দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কমিটিতে ১১ জনকে সহসভাপতিসহ ৩৯ জনকে সম্পাদকমণ্ডলী এবং ৩৬ জনকে সদস্য করা হয়। এছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্য করা হয় ২৭ জনকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com