“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৩ এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে র্যালি, ডিসি লেকে মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার ২৫ জুলাই সকালে ময়মনসিংহ জেলা মৎস্য দপ্তরের আয়োজনে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভায় ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে ও মৎস্য সম্প্রসারন কর্মকর্তা চিত্রা সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা,অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসাইন, বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো: নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ এহ্তেশামুল আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার সাহা। আলোচনা শেষে পুরষ্কার বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন, জেলা ও বিভাগীয় মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন উপজেলা থেকে আগত মৎস্য চাষীসহ প্রমুখ।
Leave a Reply