ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে চোলাই মদসহ মোঃ দেলোয়ার হোসেন (৪৩) ও জহুরুল ইসলাম (৪৯) নামক দুই মাদক কারবারিকে গ্রেফতার করা করেছে। ১২ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল মাদক বিরোধী অভিযান চালিয়ে নগরীর রমেসসেন রোড (পতিতা পল্লী) এলাকা থেকে তাদেরকে ২০০ লিটার চোলাই মদসহ আটক করা হয়। গতকাল শুক্রবার জেলা গোয়েন্দা ডিবি পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম। তিনি জানান, আসামিরা দীর্ঘদিন যাবত মাদক কারবারির সাথে জড়িত রয়েছে। প্রাথমিক জিজ্ঞেসাবাদে তারা মাদক কারবারির সাথে জড়িত বলে স্বীকার করে। এই চক্রটি জেলার বিভিন্ন স্থানে চোলাই মদ কেনা-বেচা ও সরবরাহ করে আসছে। মাদক চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও আসামী দেলোয়ার হোসেনের বিরুদ্ধে আরো ১টি মাদক মামলা রয়েছে। ২০০ লিটার চুলাই মদ উদ্ধার ও ২ জন আসামির বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানার মামলা দায়ের করে আসামিদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply