ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৩টি চোরাই মটর ও ৫টি কাটআউট উদ্ধারসহ মটর চোর চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতর নাম সাইদুর রহমান (২৫)। সে দিনাজপুর সদর উপজেলার জেলার কসবা এলাকার আনাররুল ইসলামের ছেলে।
জানা গেছে,বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সাড়ে ৩টায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন মহারাজ রোড সাকিনস্থ বড় মসজিদের পিছনের গেইটের সামনে পাকা রাস্তার উপর হতে ৩ টি চোরাই মটর ও ৫টি কাটআউটসহ চোর দলের সক্রিয় সদস্য মোঃ সাইদুর রহমান গ্রেফতার করে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলা নং-৬০, তারিখ-১৯/১০/২০২২ খ্রিঃ ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হইতে মটর চুরি করিয়া আসিতেছে। ঘটনায় জড়িত অপরাপর চোর দলের সক্রিয় সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ।
Leave a Reply