কম্পিউটার প্রশিক্ষণ নিবো স্মার্ট বাংলাদেশ গড়বো” এই স্লোগানে ময়মনসিংহে দক্ষ জনবল সৃষ্টি করে তাদেরকে সাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ২ মাসব্যাপী দুটি শিফটে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী নিয়ে জেলা পরিষদের অর্থায়নে জেলা পরিষদের কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান। রবিবার দুপুরে জেলা পরিষদ কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা লীরা তরফদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ১ আব্দুল্লাহ আল মামুন আরিফ প্যানেল চেয়ারম্যান ২ মোঃ আবু বক্কর ছিদ্দিকসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা কর্মচারীসহ প্রমুখ।
Leave a Reply