ময়মনসিংহে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ অক্টোবর) দুপুরে নগরীর টাউন হল এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জ কমান্ডার ড. মোহাম্মদ সাইফুর রহমান, র্যাব-১৪ এর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, নেত্রকোনা পূর্বধলার আনসার ব্যাটেলিয়নের পরিচালক মোহাম্মদ আসলাম শিকদার, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডেন্ট ড. মোস্তারী জাহান ফেরদৌসসহ বাহিনীর কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, আনসার ও ভিডিপি বাংলাদেশের একটি সর্ববৃহত সুশৃঙ্খল বাহিনী। এই বাহিনী সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যেমন অবদান রাখছেন, ঠিক তেমনি বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই বাহিনী আরও আন্তরিকতার সঙ্গে কাজ করবে। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রে শান্তিশৃঙ্খলায় ভালো অবদান রাখায় ২৬ জন আনসার সদস্যদের মাঝে পুরষ্কার বিতরণ ও ৬১জন আনসার সদস্যদের মাঝে বাইসাইকেল ও ছাতা বিতরণ করেন অতিথিবৃন্দরা।
Leave a Reply