ময়মনসিংহে অসহায় দরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে নগরীর চরপাড়া প্রাইমারি স্কুল প্রাঙ্গণে জেলা যুবলীগের অন্যতম সদস্য মোঃ আসাদুজ্জামান রুমেলের আয়োজনে প্রায় চারশত অসহায় দরিদ্র মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।খাদ্য সামগ্রী বিতরণের আগে জেলা যুবলীগের অন্যতম সদস্য মোঃ আসাদুজ্জামান রুমেলের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের আহ্বায়ক এডভোকেট আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক উজ্জ্বল।এসময় জেলা যুবলীগ নেতা মোঃ আসাদুজ্জামান রুমেল বলেন,পবিত্র মাহে রমজান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আপা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মোঃ আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশনায় আমরা এ খাদ্য সামগ্রী বিতরণ করছি। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা সাগর চৌধুরী, শফিউল আলম রোকন, মেহেদী হাসান শিপন, তারেক রনি, মৃদুল মহিতসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
Leave a Reply