ময়মনসিংহে চলতি মৌসুমের বোরো ধান কাটা শুরু হয়েছে। তবে ধানের বাম্পার ফলন হলেও নানা কারণে ধানকাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। ফলে অনেক দরিদ্র কৃষক তাদের জমির পাকা ধান কেটে ঘরে তুলতে পারছেন না। এ অবস্থায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এ. কে. এম আফজালুর রহমান বাবু’র নির্দেশনায় ময়মনসিংহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রকৌশলী রাজিবুল আলম বিপ্লব ও সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সাগরের সার্বিক ব্যবস্থাপনায় বোররচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ বনপাড়া গ্রামের কৃষক নুরুল ইসলামের ৫৫ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেয় সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। এসময়় ধান কাটা কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হক মন্ডল।এ সময়় উপস্থিত ছিলেন, জেলা সেচ্ছাসেবকলীগের সম্পাদক তানজীর আহমেদ রাজীব, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক হুমায়ুন কবির হিমেল,সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আল আমিন রনি। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বোরর চর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সুলতান মাহমুদ সরকার,বোররচর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ বদর উদ্দিন সরকার,বোররচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সদস্য আশরাফুল আলম সাব্বিরসহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ প্রমুখ।
Leave a Reply