1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
ময়মনসিংহে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিভাগীয় সাংস্কৃতিক উৎসব - দৈনিক আমার সময়

ময়মনসিংহে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিভাগীয় সাংস্কৃতিক উৎসব

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে  আগামী শনিবার (৯ সেপ্টেম্বর) শিল্পাচার্য জয়নাল আবেদীন পার্কের “বৈশাখী” মঞ্চে বিভাগীয় সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মত ১ম পর্যায়ে সারাদেশের ৫টি বিভাগ নিয়ে এ সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হচ্ছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিভাগীয় কার্যালয়ের সম্মেলনকক্ষে ময়মনসিংহ বিভাগীয় সাংস্কৃতিক উৎসব (আঞ্চলিক সংগীত) উপলক্ষ্যে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এ উপলক্ষ্যে আয়োজিতে আজকের প্রেস ব্রিফিংয়ে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। তিনি বলেন, ময়মনসিংহ হচ্ছে শিল্প-সংস্কৃতির নগরী । এজন্য সংস্কৃতির নগরীকে‌ মর্যাদাপূর্ণ করতে হলে অন্যমাত্রায় নিতে হবে। ময়মনসিংহ গীতিকার কথা উল্লেখ করে বলেন, বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহ গীতিকা নিয়ে গবেষণা চলছে।

তিনি আরো বলেন, নিজেদের ঐতিহ্য ধরে রাখা এবং নতুন প্রজন্মকে নিজেদের সংস্কৃতির সাথে পরিচয়ের জন্য এসব সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রয়োজন। এই উৎসবের সফলতার জন্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকদের সার্বিক সহযোগিতার আহ্বান জানান তিনি।

আগামী ৯ তারিখ সাংস্কৃতিক উৎসবের প্রথম পর্বে বিকাল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালেদ এমপি।

উৎসবের দ্বিতীয় পর্ব বিকাল ৪:১৫ মিনিট থেকে শুরু করে রাত ৮:৫০ মিনিট পর্যন্ত চলবে। বিভাগীয় চার জেলার নেত্রকোনা, শেরপুর, জামালপুর ও ময়মনসিংহ পক্ষ থেকে নিজ নিজ জেলার সাংস্কৃতিক দল তাদের ঐতিহ্যবাহী সংগীত, কবিতা, নাচ পরিবেশন করবেন। একই সাথে চার জেলা সাংস্কৃতিক দলের পরিবেশনের উপর ভিত্তি করে তাদেরকে পুরস্কার প্রদান করা হবে।

সাংস্কৃতিক উৎসবের সভাপতিত্ব করবেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। এছাড়াও উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম, ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, শেরপুর জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ, জামালপুর জেলা প্রশাসক ইমরান আহমেদ,সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এহ্‌তেশামুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com