ময়মনসিংহের মুক্তাগাছায় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি ‘সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প’ এর আওতায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন।
শুক্রবার (১৯ মে) বিকালে ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী এ কার্যক্রমে অংশগ্রহণ করেন। মুক্তাগাছা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমানের পক্ষে উপজেলা ভূমি কর্মকর্তা রোমানা রিয়াজ এর সভাপতিত্বে এই কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সেলিনা পারভীন এ বিতরণ কার্যক্রমের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
আধুনিক হারভেস্টার বিতরণের মাধ্যমে মুক্তাগাছার কৃষিতে নতুন প্রযুক্তি যোগ হলো। এতে করে কৃষক আগে যে কাজটা হাতে ১৫-২০ দিনে সম্পন্ন করতেন, সেটা এখন সর্বোচ্চ ২ দিনে করা যাবে। মুক্তাগাছার গোগা ইউনিয়নের কাকিনাটি গ্রামের উপকারভোগী কৃষক মোঃ সিরাজুল ইসলাম আধুনিক কৃষি যন্ত্রটি পেয়ে এ ধরনের মন্তব্য করেন। আরও একজন উপকারভোগী বলেন, আগে ভাড়ায় চালাতাম, এখন নিজস্ব হারভেস্টার হলো। এই আধুনিক কৃষি যন্ত্র পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।
কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে মুক্তাগাছা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ মোঃ আরব আলী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল হক, ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য মোঃ মাহাবুবুল আলম মনিসহ উপজেলার গণমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
Leave a Reply