ময়মনসিংহে ফুলপুরে ৪৪বোতল ভারতীয় মদ সহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার হালুয়াঘাট উপজেলার আনোয়ার হোসেনের পুত্র নাহিদ মিয়া (৩২) এবং লিয়াকত আলীর পুত্র আব্দুস সাত্তার (৩১)।
রোববার (১ অক্টোবর) ভোর রাত সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর পৌর এলাকার পুরনো শহীদ মিনারের সামনে থেকে পরিবহন কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক থেকে ৪৪ বোতল ভারতীয় মদ সহ তাদের দুই জনকে আটক করা হয়েছে ।
এবিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইন চার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ৪৪ বোতল ভারতীয় মদ ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক সহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে ফুলপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply