ময়মনসিংহের ফুলপুরে শ্যামল হত্যাকাণ্ডের সাথে জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, জেলার ফুলপুর উপজেলার আলোকদী গ্রামের দৌলত আলীর পুত্র মনজুরুল (৩০), সামছুল হকের পুত্র মোসাদ্দিক (৩৮), বাবুল মিয়ার পুত্র মনিরুল ইসলাম (৩২)।
গত২৪ ঘন্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে পুলিশ। এসময় আসামিদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যাবহৃত দেশীয় অস্ত্র দা, রক্ত মাখা কাপড় জব্দ করেছে পুলিশ ।
নিহত শ্যামল (২৭) ফুলপুর সদর ইউনিয়নের আলোকদী গ্রামের মৃত.হযরত আলীর ছেলে।
জানাযায়, রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭ টায় ময়মনসিংহ জেলার ফুলপুর সদর ইউনিয়নের আলোকদী গ্রামের হযরত আলী ম্যানেজারের ছেলে শ্যামলকে বাবুলের চায়ের দোকানের সামনে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ৭/৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ঘটনার মূল রহস্য উদঘাটন ও জড়িতর অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অনান্য আসামি গ্রেফতারে ফুলপুর থানার পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদ পেয়ে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদুল হাসান, ফুলপুর সার্কেলের এ এস পি আতাহারুল ইসলাম তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানায়, আসামিদের দশ দিনের রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান চলছে।
Leave a Reply