1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ভোলাহাট সীমান্তে নিরাপত্তা জোরদারে ২টি বিওপি'র উদ্বোধন    - দৈনিক আমার সময়

ভোলাহাট সীমান্তে নিরাপত্তা জোরদারে ২টি বিওপি’র উদ্বোধন   

ইসমাইল চাঁপাইনবাবগঞ্জ:
    প্রকাশিত : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে  এলাকায়  নিরাপত্তা জোরদার করতে খড়কপুর বিওপি এবং সুরানপুরে নবনির্মিত ২টি বিওপি’র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার  সকালে ভোলাহাট উপজেলার খড়কপুর বিওপি’তে ফিতা কেটে উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশের উত্তর পশ্চিম রিজিয়ন রংপুরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান। এসময় তিনি গার্ড অব অনার গ্রহণ করে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে তিনি বিওপির উদ্বোধন ফলক উন্মোচন করে বিওপিতে একটি আম গাছের চারা রোপণ করেন। পরে দেশ ও জাতির মঙ্গলকামনা করে দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন। দ্বিতীয় পর্বে তিনি সুরানপুর বিওপি উদ্বোধন করেন।
রংপুরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান বলেন, বিজিবি’র কার্যক্রম পরিচালনায় স্থানীয় জনসাধারণসহ সকল পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। দেশের স্বার্থে সীমান্ত নিরাপত্তা জোরদার করতে এবং সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, অবৈধ অস্ত্র পাচার প্রতিরোধ ও চোরাচালানসহ সবধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রউফ, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া ও বিভিন্ন পর্যায়ের সৈনিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com