দীর্ঘ ১৮ বছর পর পাবনার ভাঙ্গুড়ায় প্রকাশ্যে জামায়াতে ইসলামীর রুকন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ আগস্ট) সকালে পৌরসভার শরৎনগর ফাজিল ডিগ্রী মাদ্রাসা মিলনায়তনে এই বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মজিবুর রহমান।
উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবুল হাসেমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর জামায়াতের সেক্রেটারি আবদুল হাই ভূইয়া, কর্মপরিষদ সদস্য মাওলানা জহুরুল ইসলাম,অষ্টমনিষা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবদুল লতিফ প্রমুখ।
রুকন বৈঠকে বক্তরা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ থেকে স্বৈরাচার সরকার পালিয়েছে। এখন দেশটাকে নতুন করে সাজাতে হবে। ষড়যন্ত্রকারী গোষ্ঠী যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ভ্রাতৃত্ব বজায় রেখে দেশ গড়ার কাজে নিজেদের নিয়োজিত করতে হবে।
Leave a Reply