1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বড়াইগ্রামে কৃষক-কৃষানীদের নিয়ে উঠান বৈঠক ও প্রশিক্ষণ অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

বড়াইগ্রামে কৃষক-কৃষানীদের নিয়ে উঠান বৈঠক ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

রতন আলী, নিজস্ব প্রতিবেদক নাটোর :
    প্রকাশিত : বুধবার, ৪ জুন, ২০২৫
নাটোরের বড়াইগ্রামে কৃষক-কৃষানীদের নিয়ে উঠান বৈঠক ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় “পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্প”-এর আওতায় উপজেলার বাটরা কুন্ডুপাড়া ও জলন্দা এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শারমিন সুলতানা। সঞ্চালনায় ছিলেন কৃষিবিদ হাসনিয়ারা খাতুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নাটোরের উপ-পরিচালক কৃষিবিদ মো. হাবিবুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো. আমজাদ হোসেন এবং তালশো ব্লকের কৃষি উপ-সহকারী কর্মকর্তা মনিরুল ইসলাম শামীম।
অনুষ্ঠানে মাঠ পর্যায়ের কৃষক-কৃষানিদের নিরাপদ কৃষি পদ্ধতি, আয়বর্ধনমূলক কার্যক্রম ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়। বক্তারা বলেন, বর্তমান কৃষিকে লাভজনক করতে হলে নিরাপদ ও পরিকল্পিত পদ্ধতিতে চাষাবাদ করতে হবে। এ ধরনের উঠান বৈঠকের মাধ্যমে কৃষকদের সচেতন করে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com